সাদিকুল ইসলাম: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৪৬ জোড়া ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে।যার বাজার মূল্য প্রায় ৩৩ লাখ ৭৯ হাজার ৯৯৮ টাকা উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার মো. আবদুল মালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃআলমগীর হোসেন,লতিফপুর ইউপি চেয়ারম্যান মো.জাকির হোসেন, মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া, দেওহাটা এ.জে. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম প্রমুখ।জানা গেছে, উপজেলার ১৪ টি প্রাথমিক ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৪৬ জোড়া ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে।যার বাজার মূল্য প্রায় ৩৩ লাখ ৭৯ হাজার ৯৯৮ টাকা।অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আলোচনা শেষে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্রেঞ্চ বিতরণ করেন। মির্জাপুর উপজেলা পরিষদের আয়োজন ও উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর সহযোগিতায় এ অনুষ্ঠান হয়।
glucuronidation priligy review youtube