মোঃ হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ও আজগানা ইউনিয়নের সরকারি বনের ভেতর স্থাপিত অবৈধ বিশটি কয়লার চুল্লি যৌথ অভিযানে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ যৌথ অভিযানে অংশ নেন।
যৌথ অভিযান সুত্রে জানাগেছে, রোববার (১৭নভেম্বর) উপজেলার বাঁশতৈল ও আজগানা ইউনিয়নের গহিন বনের ভেতর অবৈধ গড়ে উঠা বিশটি কাঠ পুড়ানো কয়লার চুল্লি যৌথ অভিযানে ধ্বংস করা হয়েছে । এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে কয়লা চুল্লি নির্মান করে কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার দায়ে মো.মজিবর রহমান ও মো. রাসেল হোসাইন প্রত্যেককে ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। যৌথবাহিনী গায়রা বেতিল এলাকায় ৭টি, আজগানা মহিষবাথান ৪টি ,আজগানা খালের পাড় ২টি ,আজগানা বালিটেকি ৩টি, আজগানা গ্রামে ৪টিসহ মোট ২০টা কয়লার চুল্লি ধ্বংস করা হয়। সহকারি কমিশনার ভূমি মো. মাসুদুর রহামন জানান, জনস্বার্থে এভিযান অব্যাহত থাকবে।