মির্জাপুর প্রতিদিন ডেক্সঃ
মির্জাপুরে ১০ম গ্রেড শুধুই আমাদের দাবী নয়, আমাদের অধিকার এই স্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে এক দফা এক দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গণ। আজ রবিবার বিকেল সাড়ে চারটায় মির্জাপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুইচতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিম আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে প্রত্যন্ত অঞ্চলের সরকারি প্রাথমিক শিক্ষকদের এই মানববন্ধনে অংশ গ্রহণ করে। প্রায় ঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে কলিমাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজহারুল ইসলাম, ভাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামীম দেওয়ান, বহনতলী প্রাথমিকের মলয় চত্রবর্ত্তী, আজগানা প্রাথমিকের মো.আরিফ হোসেন,গোড়াইল প্রাথমিকের বজজুর রহমান,আমরাতৈল প্রাথমিকের মো.রুস্তম আলী,মস্তামাপুর প্রাথমিকের মো.রাকিবুল হাসান,চান্দুলিয়া প্রাথমিকের মো.মাহবুব আল হাসান, মশুরিঘোনা প্রাথমিকের মো. রফিকুল ইসলাম, পাথালিয়াপাড়া প্রাথমিকের মিজানুর রহমান, নতুন কহেলা প্রাথমিকের আব্দুর রহিম, শুভূল্যা প্রাথমিকের আইয়ুব ভূইয়া, আন্দিপাড়া হনুফা লস্কার প্রাথমিকের মো.আলতাফ হোসেন বক্তব্য রাখেন।
এ সময় মানববন্ধন কর্মসূচির যৌতিক দাবী কে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা সভাপতি বরাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃসহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক মারিশন কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন খান, বরাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান জুয়েল, মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মো. মশিউর রহমান, কুইচতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান নাসির উদ্দীন,হরতকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সামছু উদ্দিন, গোড়াইল প্রাথমিকের সুফিয়া খাতুন,বাইমাইল প্রাথমিকের মো.জাকির হোসেন,কলিমাজানী প্রাথমিকের শাহিনুর রহমান,বেত্রাশীন প্রাথমিকের মো.আলী হোসেন সহ প্রমুখ।