মোঃ নাজমুল ইসলাম
মির্জাপুরে হোটেল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার। গতকাল সন্ধ্যায় মির্জাপুর দেওহাটা নামক এলাকায় রোদেলা হোটেলে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশ। এ সময় হোটেল বয় উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিঞ্জুরী গ্রামের ফজলুল হকের ছেলে রিপন মিয়াকে (৪০) আটক করা হয়।
জানা যায়, রোদেলা হোটেলের মালিক সোহেল ও হোটেল বয় রিপন দীর্ঘদিন যাবৎ যৌথভাবে এ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সায়েদুর রহমান বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর আসামীকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply