মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলে মির্জাপুরে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে মহান মুক্তিযোদ্বা বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ” অর্জন” শুভ উদ্বোধন করা হয়। স্মৃতিসৌধ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মির্জাপুরে পাক হানাদারমুক্ত হয়। প্রথম প্রহরে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে র্যালির আয়োজন করা হয় । র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা নিবার্হী অফিসার হাফিজুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) মো.আমিনুল ইসলাম বুলবুল, মুক্তিযোদ্বা সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, দুর্লভ চন্দ্র বিশ্বাস, সাবেক মেয়র মো.শহীদুর রহমান, মো. মোশারফ হোসেন মনি, মেয়র সালমা আক্তার শিমুল,মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.শরীফ মাহমুদ ,সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল খান প্রমুখ।