মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা ও মাস্ক ব্যবহার না করায় চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। রোববার বিকেলে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন এই জরিমানা আদায় করেন।
উপজেলার পাকুল্যা বাজারে করোনাকালীন এই সময়েও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন বাজারের একাধিক ব্যবসায়ী। এমন খবর পেয়ে রোববার বিকেলে ওই বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আগদালতের বিচারক। এসময় বাজারের সুশান্ত, শহীদ, সাব্বির ও রানা নামে চার ব্যবসায়ীর নিকট থেকে ৭ হাজার ৭শ টাকা জরিমানা করা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন বরেন, জনগনকে সচেতন করার পাশাপাশি এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply