মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন টাঙ্গাইল-০৭ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহেড়া পেপার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোশারফ হোসেন।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পৌরসদরের মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাজহারুল ইসলাম শিপলু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার তাহেরুল ইসলাম, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাজাহান মিয়া, আসলাম হোসেন, শহিদ সিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন।
মতবিনিময়কালে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বলেন, আমি সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছি। জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবো। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা ও মাদক প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলাম। এসময় তিনি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দোয়া কামনা করেন।