1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শিরোনামঃ

মির্জাপুরে সন্তানসহ এক বৌদ্ধ পরিবারের ইসলাম ধর্ম গ্রহণ

  • আপডেট টাইম : Saturday, November 30, 2024
  • 137 বার

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে দুই সন্তানসহ এক পরিবারের চার সদস্য বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (২৯ নভেম্বর) মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. সালাউদ্দিন আশরাফীর মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরআগে গত ২৮ নভেম্বর তারা নোটারী পাবলিকের মাধ্যমে আইনগতভাবে ধর্মান্তরিত হন।

ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়ারা হলেন রুপম চাকমা ( বর্তনাম নাম মো. আব্দুল্লাহ), তার স্ত্রী ছবি রানী চাকমা ( বর্তমান নাম আমিনা বেগম) এবং তাদের দুই সন্তান সোনালী চাকমা (বর্তমান মাহফুজা আক্তার) ও সীমান্ত চাকমা (বর্তমান নাম সাজেদুল ইসলাম)। তারা খাগড়াছড়ি উপজেলার লক্ষীছড়ি উপজেলার পূর্ব চাইল্যাতলী গ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

তবে ধর্মান্তরিত হওয়া পরিবারটি মির্জাপুরের বাসিন্দা নন। তারা বর্তমানে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর গ্রামে রাকিবুল ইসলাম নামক এক ব্যক্তির বাড়িতে রয়েছেন বলে জানা গেছে। রাকিবুল ইসলাম (পূর্ব নাম প্রিয় চাকমা) বলেন, ২০১২ সালে জান্নাত পাওয়ার আশায় আমি ও আমার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করি। এরপর রাঙ্গামাটি থেকে মানিকগঞ্জের সিঙ্গাইর গ্রামে কোয়েল পাখির ডিম বিক্রি করে জীবন নির্বাহ করছি এবং পরিবার নিয়ে এখানে বসবাস করছি। আমার দেশের এলাকার আরো অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম, তারা কবুল করেছে। হুজুর আমার পূর্ব পরিচিত। তাই উনার কাছে কালেমা পড়ে এই চারজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com