মো.সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে শ্বশুরবাড়িতে গৃহবধূ সাদিয়া আক্তার (২৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়নের জুড়ান মার্কেট এলাকায় একটি বাড়ি থেকে দুই হাত পেছনে বাঁধা ও ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানাগেছে।
জানা যায়, সাউথ আফ্রিকা প্রবাসী মো. ওয়াজেদ আলীর স্ত্রীর নাম সাদিয়া আক্তার। সাদিয়ার পিতার নাম সেলিম মিয়া, গ্রামের বাড়ি আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে। সাউথ আফ্রিকা প্রবাসী ওয়াজেদ আলীর পিতার নাম রফিক মিয়া।
সাদিয়ার পিতা সেলিম মিয়া জানান, মেয়ের জামাই সাউথ আফ্রিকায় থাকায় বাড়ির লোকজনদের দেখা শোনার জন্য সাদিয়া শ্বশুর বাড়িতেই বেশিরভাগ সময় থাকতো। রোজার কয়েক দিন আগে সাদিয়া শ্বশুর বাড়ি থেকে তাদের বাড়িতে বেড়াতে আসে। দুদিন আগে আবার শ্বশুর বাড়ি চলে যায়।
তার অভিযোগ সাদিয়ার ননাসের জামাই জুয়েল বিভিন্ন সময় তার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। আমার মেয়ে আমাকে সকল ঘটনা মোবাইল ফোনে কয়েকদিন আগে জানায়। জুয়েলের কু-প্রস্তাবের কথা আমার মেয়ের মোবাইলে রেকডিং করা আছে আমাদের জানিয়েছিল। আমার মেয়েকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে। সোমবার রাতে পরিকল্পিতভাবে সাদিয়াকে খুন করে ওড়না দিয়ে দুই হাত পিছনে বেঁধে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখে। বাড়ির লোকজন ও আশপাশের লোকজন সাদিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। রাতে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো.রিজাউল হক বলেন, দুই হাত ওড়না দিয়ে পেচানো অবস্থায় গৃহবধূ সাদিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply