শামসুল ইসলাম শহিদ
শোকের মাসে শোক নেই, আছে আনন্দ আর উল্লাস। তারা শোককে পরিনত করেছে আনন্দে। টাঙ্গাইলের মির্জাপুরে ফতেপুর ইউনিয়ন আ.লীগের নেতারা আনন্দ উল্লাস করে পিকনিক করেছে।
সোমবার সকালে ওই ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজদের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জনের একটি দল নৌকা যোগে গাজীপুরের কালিয়াকৈর চা বাগান নামক স্থানে যায় পিকনিক করতে।
জানা গেছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ফতেপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী ইঞ্জিন চালিত নৌকা যোগে সাউন্ড বক্সে গান বাজিয়ে কালিয়াকৈর চা বাগান নামক স্থানের উদ্দেশ্যে যাত্রা করেন। বিকেল ৪টার দিকে তারা চা বাগানে পৌছে। সেখানে রান্নবান্না করে ভুড়িভোজ আয়োজন করা হয়। সন্ধা ৬টার দিকে তারা মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হন।
আবুল কালাম আজাদ জানান এই পিকনিকের অধিকাংশ ব্যয়ভার বহন করেছেন সভাপতি এবং তিনি নিজে। শোকের মাসে আ.লীগের উদ্যোগে পিকনিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ফতেপুর বাজার কমিটির সদস্যরা প্রতি বছর পিকনিকের উদ্যোগ নেয়। আমাদের আমন্ত্রণ করে আমরা তাদের সহায়তা করি। তারা আমাদের নিষেধ মানেনি।
শোকের মেেস আ.লীগের উদ্যোগে পিকনিক সম্পর্কে জানতে চাইলে ফতেপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রউফ বলেন, আগে থেকে পিকনিকের তারিখ নির্ধারন ছিলো। তাছাড়া ওয়ার্ড আ.লীগ নেতাদের পিড়াপিড়িতে আমরা পিকনিকে গিয়েছি।
এব্যাপারে উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহামুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শোকের মাসে আ.লীগ নেতাদের পিকনিক একটি নিন্দনীয় ও ন্যাক্কারজনক কাজ। বিষয়টি নিয়ে দলীয় ফোড়ামে কথা বলবেন বলে তিনি জানান।