স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের মির্জাপুরে শিশু ও গার্মেন্টস কর্মীসহ করোনায় আক্রান্ত হয়েছে আরোও ৯ জন। আজ শনিবার তথ্যটি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। আক্রান্তরা হলেন, মির্জাপুর বাজারের বাসিন্দা (৫৫), ভাওড়া দেওয়ান পাড়া গ্রামের বাসিন্দা (৩০), পাহাড়পুর গ্রামের বাসিন্দা (২৪), ভাবখন্ড গ্রামের ৩ জন বাসিন্দা বয়স যথাক্রমে (২, ৮, ৬৫), মির্জাপুর ক্যাডেট কলেজের স্টাফ (৪৫), সাউথ ইস্ট গার্মেন্টস কর্মী (৩৫) ও নিউটেক্সে কর্মরত চাকুরীজীবি (৩০)। জানা যায়, গত ০৭ জুন তারিখে প্রেরিত ২১ টি নমুনার মধ্যে একই পরিবারের তিনজন সহ নতুন করে আক্রান্ত নয়জন। এ নিয়ে উপজেলায় মোট পজিটিভ রোগীর সংখ্যা হল ৬৪ জন।
Leave a Reply