মোঃ হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে শারীরিক প্রতিবন্ধী ৩৫ জন নারী-পুরুষদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে এসব হুইল চেয়ার তুলে দেন টাঙ্গাইল স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শিহাব রায়হান।
মির্জাপুর উপজেলা পরিষদের অর্থায়নে ৩৫ জন নারী-পুরুষ প্রতিবন্ধীদের তালিকা করা হয়। মঙ্গলবার তাদের মধ্যে ৯ জনকে হুইল চেয়ার দেয়া হয়েছে। পর্যায়ক্রমে তালিকায় অন্যদেরও হুইল চেয়ার দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মো. জুবদিল খান।