স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে রিপোর্টার্স ইউনিটিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। করোনায় আক্রান্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি ও তার সহধর্মীনি মিসেস ঝরনা হোসেনের সুস্থ্যতায় এবং টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এবং মির্জাপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুকের সহধর্মীনি মিসেস সুরাইয়া বেগমের মৃত্যুতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ আসর এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য খান আহমেদ শুভ। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আল মামুন, শিক্ষক নেতা মো. ফরহাদ হোসেন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য মো. খায়রুল করিম পাপন, মো. নাজমুল হোসেন, হোসনি জুবাইরি, মো. রায়হান সরকার রবিন, মো. সাজ্জাত হোসেন, শাহ সৈকত মুন্না, ডি এম শামীম সুমন, মোহাম্মদ মোজাম্মেল হক, মো. মোশারফ হোসেন, মো. সাদিকুল ইসলাম সজিব, উত্তম বণিক ও আজীবন সদস্য মো. আতোয়ার রহমান খান সাদতসহ সকল ইলেকট্রনিক্্র ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মির্জাপুর থানা মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা ক্বারী মো. ফরিদ হোসাইন।
Leave a Reply