মির্জাপুর প্রতিদিন ডেস্ক
মির্জাপুরে স্বল্প পরিসরে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পনের পর মির্জাপুর সরকারি কলেজের শহীদ ভবনী প্রসাদ সাহা রবি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, জেলা যুবলীগর সহ সম্পাদক মীর মইন হোসেন রাজিব, সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মো. আবিদ হোসেন শান্ত, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।
Leave a Reply