মো. জোবায়ের হোসেন
আগামী ১৬ ই জানুয়ারি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচন উপলক্ষ্যে উপজেলা যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ কর্মীসভা হয়।
সভায় উপজেলা যুবলীগের আহŸায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান (সাবেক) এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত টাঙ্গাইল-৭ আসনের এমপি প্রার্থী খান আহমেদ শুভ, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান খান মিরন, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, কার্যকরী সদস্য মনিরুল ইসলাম কবির, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সম্পাদক ফারুক হোসেন মানিক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক প্রয়াত এমপি একাব্বর হোসেন’র পুত্র ব্যারিস্টার তাহরীম হোসেন সিমান্ত প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগ, জেলা-উপজেলা আ.লীগ, জেলা-উপজেলা, পৌর-ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জাপুর উপজেলা যুবলীগের দুই যুগ্ম-আহŸায়ক আজহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্ত।
বক্তব্যকালে বক্তারা, একটানা দীর্ঘ ২০ বছর টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনটিতে আওয়ামীলীগের সংসদীয় জনপ্রতিনিধিত্ব ধরে রাখার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। অবশ্য এজন্য দলীয় নেতাকর্মীদের নিরলস প্রচেষ্টার কোন বিকল্প নেই বলে জানান একাধিক বক্তা। এছাড়া ভোটারদের ভোটমুখী করারও তাগিদ দেন তারা।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://www.binance.info/ES_la/register-person?ref=T7KCZASX
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.