1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে যাত্রীবেশে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই - mirzapurpratidin.com

মির্জাপুরে যাত্রীবেশে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই

  • আপডেট টাইম : Sunday, October 20, 2024
  • 150 বার

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবেশে অটোরিক্সা ছিনতাই করার সময় এক ব্যক্তিতে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। ওই যুবকের বাড়ি বরিশাল বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

রোববার (২০ অক্টোবর) ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অটোরিক্সার চালক রমজান জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড থেকে দেলদুয়ার উপজেলার নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে যাওয়ার উদ্দেশ্যে এক ব্যক্তি তার রিক্সা ভাড়া করেন। মহাসড়কের জামুর্কী অতিক্রম করার পর একটি সাদা প্রাইভেটকার তার রিক্সা গতিরোধ করে ও প্রাইভেটকারে থাকা কয়েকজন নেমে তাকে মারধর করে। এসময় রিক্সায় থাকা যাত্রী রিক্সাটি চালিয়ে মির্জাপুরের দিকে রওনা হয়। মোবাইল ফোনে নিকট আত্মীয়দের সংবাদ দিলে তারা মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় রিক্সাটি আটক করে। এরপর স্থানীয় জনতা রিক্সা ছিনতাইকারীকে গণধোলাই দেয়। তবে প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।

এব্যাপারে মির্জাপুর থানার এএসআই মিরান জানান, রিক্সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন। তাকে নজরে নজরে রাখতে বলা হয়েছে। এ বিষয়ে রিক্সাচালক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com