হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। এর আগে সকাল দশটায় শহীদ ভেদীতে ফুলের তোরা দিয়ে শহীদদের স্বরণ করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী সাংবাদিকসহ নানা পেশার মানুষ উপস্থিত হন।