মো. জোবায়ের হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে ম্যানেজারস এসোসিয়েশন অব ফার্মাসিটিউক্যালস এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় কর্মরত বিভিন্ন ফার্মাসিটিউক্যালস প্রতিষ্ঠানের ম্যানেজারদের নিয়ে সম্প্রতিই সংগঠনটি যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মির্জাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অভিষেকের পাশাপাশি সংগঠনের এক সদস্য পদোন্নতি লাভ করে জোনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে বিদায়ী অভ্যর্থনাও দেওয়া হয়।
জানা যায়, ৪০ সদস্যের সংগঠনটিতে ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন প্রাইম ফার্মার মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এরিস্টো ফার্মার মো. রেজাউল করিম।
সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মূলত এই পেশায় কর্মরত সবার সাথে একটি সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার জন্যই এই প্লাটফর্ম তৈরি করা হয়েছে।
Leave a Reply