মোঃ রায়হান সরকার রবিন :
মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার-এই শ্লোগান নিয়ে আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ১৮ তম বিভাগীয় ক্যাডেট (ডিসি) কোর্স প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টার দিকে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্যারেড মাঠে জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিটিসির ডিআইজি মো. মইনুল ইসলাম পিপিএম। অনুষ্ঠানে পিটিসির ডেপুটি কমান্ডার শামীমা বেগম পিপিএম, পুলিশ সুপার মো. আব্দুর রহিম শাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল ইসলাম, আনসার উদ্দিন, কাজী নুসরাত ও এসএসপি মো. শরিফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পিটিসির ডেপুটি কমান্ডার শামীমা বেগম পিপিএম জানান, ১৯৭২ সালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার পর থেকে দক্ষতার সঙ্গে পুলিশ সদস্যদের প্রশিক্ষন দিয়ে আসছে। বিশাল এলাকা, মনোরম পরিবেশ এবং নানা সুযোগ সুবিধা রয়েছে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে। ১৮ তম বিভাগীয় ক্যাডেট (ডিসি ) ৬ মাস ব্যাপি মৌলিক কোর্সে ১৪৬১ জন সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) প্রশিক্ষনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে নারী পুলিশ সদস্য সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) ছিলেন ৫১ জন। ৬ মাস দক্ষতার সাথে এসব পুলিশ কর্মকর্তাগন বিভিন্ন মৌলিক প্রশিক্ষন শেষ করেছেন। আজ শনিবার ছিল তাদের সমাপনী অনুষ্ঠান।
সকাল নয়টার দিকে প্রধান অতিথি মো. মইনুল ইসলাম পিপিএম অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে প্রশিক্ষনার্থী সহকারী পুলিশ পরিদর্শকগন (এসআই) তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারের পর প্রধান অতিথি একটি জিপে চড়ে প্যারেড মাঠ পরিদর্শন করেন। প্যারেড পরিদর্শনের পর প্রধান অতিথি মঞ্চে উপস্থিত হয়ে ক্যাডেটদের অভিবাদন গ্রহন এবং মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি ডিআইজি মো. মইনুল ইসলাম পিপিএম পুলিশ সদস্যদের উদ্যেশ্যে বলেন, পুলিশ জনগনের বন্ধু, রক্ষক, সেবক ও জানমালের নিরাপত্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছে। প্রতিটি পুলিশ সদস্য আইন শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। তিনি বলেন, তোমাদের উপর সরকার যে অর্পিত দায়িত্ব দিয়েছেন তা সম্মানের সহিত পালন করতে হবে। প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত করে সরকার, আদালত ও জনগনের মধ্যে আস্থা অর্জন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রুপকল্প ২০২০, ২০২১ এবং ২০২০ থেকে ২০৪১ পর্যন্ত বাস্তবায়নের জন্য প্রতিটি পুলিশ সদস্যকে কাজ করতে হবে। পরে তিন জন সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) সম্মিলিত মেধা তালিকা প্রথম এসআই মো. কামরুজ্জামান, আইন বিষয়ে প্রথম মো. জসিম উদ্দিন এবং মাঠ বিষয়ে প্রথম নিউটন কুমার দত্তকে ক্রেস্ট প্রদান।
১৮ তম ডিসি ব্যাচের প্রশিক্ষনার্থীদের মধ্যে থেকে যে সকল বিভাগীয় ক্যাডেটগন ১ম থেকে ১০ম স্থান অর্জন করেছেন তারা হলেন, মোঃ কামরুজ্জামান, মীর তাহুরুল ইসলাম, কবির আহমেদ, কিশোর বড়ুয়া, মোঃ মহিউদ্দিন আহমেদ, মোঃ আবুল কাশেম, মোঃ নুরুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কুতুবে রাব্বানী, মোঃ সান্টুর রহমান। এবং প্যারেড অধিনায়ক, সহ অধিনায়ক ও কন্টিনজেন্টদের হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি। তারা হলেন, এসআই মোঃ আমির হোসেন, এসআই মোঃ নুরুল ইসলাম, এসআই মো. মাজেদ আলী মন্ডল, এসআই মো. আনসারুল হক, এসআই মো. মিজানুর রহমান, এসআই মোঃ জিয়াউর রহমান, এসআই রথীন্দ্রনাথ বৈদ্য এবং এসআই শামীমা আক্তার এবং বাদক দলের কিউরুপ ঘাগরা।
Leave a Reply