সাদিকুল ইসলাম:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের ডুকলাহাটি গ্রামে অগ্নিকান্ডে ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে ওই গ্রামের আব্বাস মিয়ার ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে তা পাশ্ববর্তী লালু মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। এতে আব্বাস ও লালু মিয়ার দুইটি ঘরই পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী দেলুয়ার, দুলাল, হেকমত, বাহার উদ্দিনের বসত ঘরে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আরিফুর রহমান জানান, দুইটি বসত ঘরে পুড়ে গেছে এতে মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply