মোঃ নাজমুল ইসলাম
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় লকডাউন বাস্তবায়নে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান।
আজ শুক্রবার পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে ৮টি মামলায় মোট পাঁচ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, সকলকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহায়তা করার জন্য সকলের কাছে অনুরোধ করছি। করোনা মোকাবিলায় সরকার যে সকল পদক্ষেপ নিচ্ছেন তা বাস্তবায়ন করার জন্য মির্জাপুর উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply