সাজ্জাত হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে অতি মুনাফা ও পণ্যের মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এই অর্থদন্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক ও সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাঁচামাল ব্যবসায়ী মামুনকে ১০ হাজার, মামুনের ভাই মঞ্জুকে ৫ হাজার ও দীপককে ৫ হাজার টাকা শফিকুল ইসলাম ভূইয়া নামক চাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, কাঁচামাল ব্যবসায়ী নিখিল বাকালিকে ৫ হাজার টাকা ও হুমায়ন কে ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, “এই দুঃসময়ে যারা অতিমুনাফার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রশাসন সামনে আরও কঠোর হবে।
Leave a Reply