তুষার সান্যাল:
এ বারের বন্যা ভয়াবহ রুপ ধারন করেছে। বন্যায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলার কয়েক লাখ মানুষ। স্যানিটেশন ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এতে নারী ও শিশুরা পরেছে বিপাকে।
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে। তারাই ধারাবাহিকতায় গতকাল বুধবার মির্জাপুর পৌরসভায় গিয়ে দেখা গেছে ত্রাণের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা প্রশাসনের ত্রাণের চাল বিতরণের পাশাপাশি একটি অস্থায়ী ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যেখানে গতকাল পৌরসভার ৫শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, উপজেলার প্রায় সব কয়টি কমিউনিটি ক্লিনিকেই পানি ঢুকে পড়েছে। কিন্তু আমরা প্রায় ২৬টি কমিউনিটি ক্লিনিকের সরঞ্জাম উঁচু স্থানে স্থানান্তর করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মালেক বলেন, আমরা এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজারের অধিক মানুষের তালিকা তৈরি করে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বন্যায় আশ্রয়হীন হয়ে পড়া কিছু মানুষ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। আমরা তাদের কাছেও ত্রাণ পৌছে দিচ্ছি। পাশাপাশি চিকিৎসা সেবাটা যেন দিতে পারি সে ব্যাপারে তৎপর রয়েছি। তিনি আরোও বলেন, আমাদের কমিউনিটি ক্লিনিক গুলোতে পানি উঠার কারনে উচু স্থানে নিয়ে চিকিৎসা সেবা চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। যেখানেই ত্রাণ দেয়া হবে সেখানেই আমাদের মেডিকেল টিম কাজ করবে।
Leave a Reply