তুষার সান্যাল
টাঙ্গাইলের মির্জাপুরে একমাত্র বীরাঙ্গনা রবিজানকে জমি বন্দোবস্ত দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার মির্জাপুর উপজেলার তেলিপাড়া মৌজায় ৮ শতাংশ জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক এর নির্দেশনায় বন্দোবস্ত জমি পরবর্তী দখল বুঝিয়ে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, তেলিপাড়া মৌজায় ০১নং খতিয়ানে ৬২নং দাগে ০.০৮ একর জমি বন্দোবস্ত কেস নং- ৫৫৭/৫৬৫/২০১৯-২০২০ মূলে প্রাপ্ত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন বলেন, আমাদের চাকরির একটাই স্বার্থকতা যে আমরা সরাসরি মানুষের সেবা করতে পারি। তারই ধারাবাহিকতায় একজন বীরাঙ্গনার বন্দোবস্ত জমি দখল বুঝিয়ে দেওয়াটা অনেক তৃপ্তির বিষয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক বলেন, মুুক্তিযোদ্ধায় তার অবদানের জন্য সরকার তাকে বীরাঙ্গনা স্বীকৃতি দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। তাকে একটি বাড়ি তৈরি করে দেয়া হবে।
Leave a Reply