মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শুক্রবার বিকেলে ৫টায় উপজেলার বাশঁতৈল খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিকেল চারটা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা অনুষ্ঠান স্থলে আসতে থাকে। প্রায় ১৫ বছর পর সভা সমাবেশ করতে পেরে নেতা কর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।
বাশঁতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় আরোও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, জুলহাস মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ শাহ্ আলম, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ্ইসলাম ফরিদ, জসিম উদ্দিন খান, আলম মৃর্ধা সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।