মির্জাপুর প্রতিদিন ডেস্ক
পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। রোববার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এ কর্মসূচির আয়োজন করে। সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ আঃ হালিম, প্রধান সহকারী মো. নজরুল ইসলাম, হিসাব সহকারী স্বপন সরকার, অফিস সহকারী রত্না আক্তার, সাট-মুদ্রাক্ষরিক তানিয়া আক্তার ও উপজেলা ভূমি অফিস এর নাজির মাজহারুল ইসলাম সৌরভ।
Leave a Reply