মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে অসংলগ্ন অবস্থায় ৪ নারী পুরুষকে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ। শনিবার (৬ মে) ভোরে মির্জাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অবস্থিত রাসেল ভিলার ৫ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।
আটককৃতরা হলেন, উপজেলার বড়দাম গ্রামের কালিপদ সরকারের ছেলে কমল সরকার (৩৯), বাইমহাটি গ্রামের মৃত কামাল দেওয়ানের স্ত্রী মুন্নী রেনু (৪০), পাকুল্যা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী লাকী (২৯), বাসাইল উপজেলার ভবেশ চন্দ্র রাজবংশীর স্ত্রী লিপি রানী (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে কমল সরকার ওই ফ্ল্যাটে খদ্দের হিসেবে প্রবেশ করলে আটককৃত চক্রের নারী সদস্যরা তাকে ফাঁদে ফেলে টাকা মোটা অংকের টাকা দাবি করে। সাহায্যের জন্য কমল তার বন্ধুদের খবর দিলে তারা পুলিশের সহযোগিতা নেয়।
স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, এই চক্রটি এলাকার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে এই অসামাজিক কাজ করে এলাকার পরিবেশ নষ্ট করছে। এই চক্রটির একটি দালাল গ্রæপ রয়েছে যারা সুযোগ বুঝে তাদের কাছে আসা খদ্দেরদের ফাঁদে ফেলে মোটা অংকের টাকা আদায় করতো।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। কাদের প্রশ্রয়ে চক্রটি এধরনের কাজ করছিলো এবং তাদের কাছে কাদের যাতায়াত ছিলো তা খুঁজে বের করার চেষ্টা চলছে