হারুন অর রশিদ,বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ সদস্য ও ছাত্রলীগ নেতার হামলায় লিয়াকত আলী খান (৫৫) নামে এক কৃষক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৫জুলাই) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী গ্রামে। হামলাকারিরা উয়ার্শী গ্রামের শহীদুর রহমানের পুত্র ।
প্রত্যক্ষদর্শি জানান, কৃষক লিয়াকত আলী মানিকের চায়ের দোকানে চা পান করার সময় ঢাকার মতিঝিলে কর্মরত পুলিশ সদস্য রিয়ান (২৮) ও তার ভাই ছত্রলীগ উয়ার্শী ইউনিয়নের যুগ্ম আহবায়ক রিয়াদ দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। রডের আঘাতে লিয়াকত আলী খান গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত লিয়াকতের ছেলে সিয়াম বাদী হয়ে মির্জাপুর একটি অভিযোগ দাখিল করেছে।
জানাগেছে, দুইমাস আগে ধান মাড়াইয়ের হাড়ভেস্টার মেশিন বসানো নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তার রেশ ধরেই এই হামলা চালানো হয়েছে বলে লিয়াকতের ছেলে সিয়াম অভিযোগ করেন।
মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ‘বিষয়টি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন’।