1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পশুর হাট ইজারা নিয়ে লিজ ও শেয়ার বিক্রির অভিযোগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মির্জাপুরে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২ টাঙ্গাইল- ৭ আসনে আবুল কালামেই আস্থা বিএনপির মির্জাপুরে স্ত্রী হত্যার মামলায় শশুরবাড়ি থেকে স্বামী গ্রেপ্তার মির্জাপুরে মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি সভা মির্জাপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মির্জাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মির্জাপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত মির্জাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

মির্জাপুরে পশুর হাট ইজারা নিয়ে লিজ ও শেয়ার বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম : Wednesday, July 30, 2025
  • 328 বার
Messenger creation 5D0B7288 F368 4E3E 9CC2 54089DC15271

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে জেলার অন্যতম কাইতলা পশুর হাট ইজারা নিয়ে অন্যত্র লিজ ও শেয়ার বিক্রির অভিযোগ উঠেছে সরকারিভাবে ইজারাপ্রাপ্ত মাসুদুর রহমানের বিরুদ্ধে। এমন অভিযোগ এনে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন মো. হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি ১৪৩২ বাংলা বছরের পহেলা বৈশাখ গরুর হাটটির দায়িত্ব বুঝে নেওয়ার পর পরই নতুন ইজারাদার মাসুদুর রহমান হাটের একাংশ এক বছরের চুক্তিতে ২০ লাখ টাকায় লিজ দিয়েছেন বাঁশতৈল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেনের কাছে। এছাড়াও বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের দুলাল সিকদারের ছেলে আল-আমিনের কাছে হাটের ১৮% শেয়ার বিক্রি করেছেন।

কাইতলা হাটের একাংশ লিজ নেওয়া বিল্লাল হোসেন মুঠোফোনে বলেন, হাটের মূল ইজারাদার মাসুদুর রহমানের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে ২০ লাখ টাকায় এক বছরের জন্য কাইতলা পশুর হাটের ছাগল বিক্রির অংশটুকু তিনি লিজ নিয়েছেন।
আল-আমিন সিকদার বলেন, ইজারাদার মাসুদুর রহমানের কাছ থেকে তিনি এক বছরের জন্য হাটের ১৮% শেয়ার ক্রয় করেছেন।

ইজারাদার মাসুদুর রহমান বলেন, আমি ইজারামূল্য অনুযায়ী ৪০ শতাংশ শেয়ার বিভিন্ন জনের কাছে বিক্রি করেছি কিন্তু হাট সাবলিজ দেইনি। এতে কোন শর্তের লংঘন হয়নি বলে দাবি করেন তিনি।

অভিযোগকারী হেলাল উদ্দিন বলেন, নতুন ইজারাদার চুক্তিপত্রের নিয়ম ভঙ্গ করে হাটের একাংশ লিজ ও শেয়ার বিক্রি করেছেন। আমি প্রশাসনের কাছে এবিষয়ে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

সরকারি হাট-বাজারসমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং উহা হইতে প্রায় আয় বণ্টন সম্পর্কিত নীতিমালার ইজারাদারের দায় দায়িত্ব অংশের ৭.৩ নং ধারায় বলা হয়েছে ইজারাদার কোনক্রমেই ইজারাপ্রাপ্ত হাট-বাজার অন্যের নিকট সাবলিজ দিতে পারিবেনা এবং ৭.৪ নং ধারায় বলা আছে ইজারাদার যদি নীতিমালা বা ইজারা চুক্তির কোন শর্ত ভংগ করে, তবে তাহার ইজারা বাতিল বলিয়া গণ্য হইবে। সেক্ষেত্রে তাহার জমাকৃত ইজারার টাকা বাজেয়াপ্ত হইবে এবং হাটটি পুনরায় ইজারা প্রদানের ব্যবস্থা করা হইবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন, হাট সাবলিজ বা শেয়ার বিক্রির বিষয়টি আমার জানা নেই। এধরনের কোন অভিযোগও পাইনি। পেলে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com