স্টাফ রিপোর্টার
প্রতি বছরের ন্যায় এবছরও টাঙ্গাইলের মির্জাপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১১টায় জামুর্কী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক বর্ণাঢ্য আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেবা ও প্রচার সপ্তাহের এবারের প্রতিপাদ্য-“নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার”।
আয়োজিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাঃ তাফিয়া তাসনীম, এ সময় জামুর্কী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যার খন্দকার হারিসুর রহমান, ১নং সংরক্ষিত মহিলা মেম্বার আলেয়া হক, ৩নং ওয়ার্ড মেম্বার মনির মিয়া, জামুর্কী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসএসিএমও লুবনা আক্তার, এফপিআই মনির খান, এফডব্লিউভি সাহিদা আক্তার, এফপিআই মোঃ আতিকুর রহমান এবং অত্র ইউনিয়নের এফডব্লিউগণসহ আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।