মো.সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারদলীয় ৬ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
পঞ্চম ধাপে নির্বাচনে মির্জাপুরে ৫ জানুয়ারি ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে। ভোটগ্রহণের প্রায় ১২ দিন আগে দলীয় কর্তৃপক্ষ বিদ্রোহী প্রার্থীদের এ বহিষ্কারের সিদ্ধান্ত ও ব্যবস্থা নেন।
উপজেলার ৩ ইউনিয়নের বহিষ্কৃত নেতারা হলেন আনাইতারা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আবু হেনা মোস্তফা কামাল,সাবেক সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম,মহেড়া ইউনিয়নে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.বাদশা মিয়া, বাশঁতৈল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের (প্রস্তাবিত কমিটি) সদস্য মো.হেলাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক(প্রস্তাবিত কমিটি) মো.লাল মিয়া ,সাবেক সাধারণ সম্পাদক মো.শামছুল আলম ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক ওই ৬ বিদ্রোহী প্রাথীকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন জানান, দলীয় পদে বহাল থেকে যারা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সব ধরনের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.