মোঃ মাসুদ মিয়া, মির্জাপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল টিসিবির পণ্য স্থানীয় ডিলারের মাধ্যমে নায্যমূল্যে বিক্রয় করা হচ্ছে। পৌর সদরের থানা রোডের ডিলারের গুদাম থেকে এ পন্য বিক্রয় করা হয়। নায্যমূল্যে যে কেউ তেল, ডাল ও চিনি ক্রয় করতে পারছেন। মির্জাপুর পৌরসভার টিসিবির নিয়োজিত ডিলার মেসার্স ফরিদ ট্রেডাস এর স্বত্তাধিকার মোঃ হারুন অর রশিদ জানান, ১৫০০ লিটার তেল, ৫০০ কেজি চিনি ও ১০০ কেজি ডাল বিক্রয়ের জন্য বরাদ্দ পেয়েছে। গতকাল রোববার ৪০৬ জন ক্রেতার কাছে তারা পন্য বিক্রি করেছেন। আজ সোমবার সকাল ১০ টা পর্যন্ত প্রায় ৭০ জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করেছে। নায্যমূল্যে এ সব অতি প্রয়োজনীয় পণ্য পেয়ে সমাজের নি¤œবিত্ত ও মধ্যবিত্ত মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply