মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
৩১ বার তোপধ্বনী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্তরে স্মৃতিস্তম্ভ অর্জুনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সকাল দশটায় মির্জাপুর উপজেলা পরিষদে চত্তরে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. অরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো.খলিলুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাদত হোসেন , ওসি মো.মোশারফ হোসেন, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল)এ এইচ এম রেজুয়ান মাহাবুব চৌধুরী, সহকারি কমিশনার(ভূমি) মো.মাসুদুর রহমান, মেজর সাদিক প্রমুখ। আলোচনা শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।