মো.সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
মির্জাপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. রেজাউল করিম যোগদান করেছেন। ৯৮ ব্যাচে তিনি সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন।
মো. রেজাউল করিম সাবেক ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের স্থলাভিষিক্ত হয়ে গতকাল শুক্রবার বিকেলে থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি টাঙ্গাইলের সখীপুর থানায় কর্মরত ছিলেন।
নতুন ওসি মির্জাপুর উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মির্জাপুর থানা সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন মমরেজপুর গ্রামের মরহুম মফিজ উদ্দিন মাস্টারের ছেলে।