মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
দেশের বহুল প্রচারিত দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১ বছরে পদার্পণ ও স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিনটি উদযাপিত হয়েছে।
শনিবার (১১মার্চ) সকাল সাড়ে ১০টায় পৌরসদরের পুরাতন বাসস্ট্যাÐ সংলগ্ন মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও শেষে র্যালির আয়োজন করা হয়।
দৈনিক আমার সংবাদ ও আনন্দ টিভি’র মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আবু সালেহ মাসুদ করিম, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মির্জাপুর বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হুমায়ুন তালুকদার, মির্জাপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ, মহেড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. বাদশা মিয়া, টাঙ্গাইল জজ কোর্টের এ্যাডভোকেট সোহেল মল্লিক, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিকদার, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন, সহ-সভাপতি মো. কাইয়ুম মিয়া, যুগ্ম-সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. শামীম মিয়া, দফতর সম্পাদক রাব্বি ইসলাম, সদস্য মো. রুবেল মিয়া, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।