সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জামায়েত ইসলাম পৌর ও উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পৌর জামায়েতের ইসলামের আমীর অধ্যাপক মহিবর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন, পৌর সেক্রেটারী মুফ্তি আবুল কাশেম মৃধা, উপজেলা শাখার আমীর অধ্যাপক ইয়াহ ইয়া খান মারুফ ,প্রধান অতিথি টাঙ্গাইল -৭ মির্জাপুর সংসদীয় আসনের সংসদ সদস্য জননেতা অধ্যক্ষ আবদুল্লাহ্ তালুকদার প্রমুখ।