হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় র্যালি বের হয়ে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাফিজুর রহমান , কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্চয় পাল উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরাপদ পুকুরে কার্প জাতীয় মাছ অবমুক্ত করেন।