মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জাতীয় ভিটামিন এ- প্লাস ক্যাম্পেইন ২০২২ এর অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, এএসপি সার্কেল (মির্জাপুর-নাগরপুর) এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ। আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত শিশুদের ভিটামিক এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভায় অবহিতকরণ করা হয়।