মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মির্জাপুর উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে একটি র্যালিট বের হয়।
র্যালিটি মির্জাপুর বাইপাস এলাকা থেকে শুরু হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন শহীদ মিনার চত্বরে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তৃতা করেন, টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের অর্থ ও ছাত্র কল্যাণ সম্পাদক আব্দুল আলীম খান, মির্জাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেরাজ মিয়া, সাধারণ সম্পাদক আরাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ, অর্থ সম্পাদক মিলন খান, সাহিত্য সম্পাদক মোজাহিদ মিয়া প্রমুখ।