হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
মির্জাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম। সোমবার মির্জাপুর পাইলট বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েটেশন ও নবীন বরনের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধ্যা ফুল ও ক্লাস রুটিন তুলে দেন।
দুপুর ১২টায় স্কুলের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ। এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়াদিগন্তের সাংবাদিক হারন অর রশিদ, সাংবাদিক এসএম এরশাদ মিঞা, সহকারি প্রধান শিক্ষক হরেকৃষ্ণ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম এসময় স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে ঘুরে শিক্ষার্থীদের খোজ খবর নেন।