মো. জোবায়ের হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করলো মির্জাপুর ক্লিনিক মালিক সমিতি। সুরক্ষা সামগ্রী হিসেবে সংগঠনটি মির্জাপুর উপজেলা প্রশাসনের কাছে ১০ হাজার মাস্ক ও ২শত হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেন।
শুক্রবার (৬ই আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের কাছে এই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ। সেসময় মির্জাপুর সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনও উপস্থিত ছিলেন।
মির্জাপুর ক্লিনিক মালিক সমিতির সভাপতি আনিসুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ও সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে উক্ত সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, করোনা মোকাবেলায় মির্জাপুরের অনেককেই এগিয়ে আসতে দেখছি। এই দুঃসময় মোকাবেলায় এগিয়ে আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিশ্চয়ই মির্জাপুরবাসী মনে রাখবে।
Leave a Reply