হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
মির্জাপুরে কৃষকদের নিয়ে গড়া পার্টনার ফিল্ড স্কুরের ছাত্রদের নিয়ে অনুষ্ছিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মির্জাপুর কৃষকদের নিয়ে এ বর্ণিল অনুষ্ঠান আয়োজন করে।
মঙ্গলাবার (১জুলাই) দুপুর বারোটায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে আায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. আশেক পারভেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, কংগ্রেসে অংশ নেওয়া কৃষক মো.সেলিম শিকদার প্রমুখ।