মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে ঘরে থাকা কর্মহীন মানুষের মধ্যে দীপিকা উন্নয়ন সংস্থা খাদ্য সামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার ও বুধবার বিকেলে দীপিকা উন্নয়ন সংস্থা নামক একটি বেসরকারী উন্নয়ন সংস্থা উপজেলা সদরের ২০০ কর্মহীনের মধ্যে এ সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ আলু ও লবন। এসময় সংস্থাটির নির্বাহী পরিচালক লিটন চক্রবর্তী ও পরিচালক সুভাষ ঘোষ উপস্থিত ছিলেন।
সংস্থাটির নির্বাহী পরিচালক লিটন চক্রবর্তী বলেন, করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক লিটন চক্রবর্তী জানিয়েছেন।
Leave a Reply