তুষার স্যানালঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগ নেতা মো. আলমগীর মৃধা ব্যাক্তিগত উদ্যোগে মির্জাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা সদরের ইউনিয়ন পাড়ায় অবস্থিত এম জেড কিন্ডার গার্টেন স্কুলের মাঠে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় তিনি তিন নম্বর ওয়ার্ডের ২৭৫ জন কর্মহীন ও দরিদ্রদের প্রত্যেকের মাঝে ৩০০ টাকা করে বিতরণ করেন।
এ সময় আলমগীর মৃধা ছাড়াও অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা নান্নু মিয়া, রেফাজ উদ্দিন, জালাল মিয়া, আব্দুল্লাহ মিয়া, মির্জাপুর কলেজের সাবেক জিএস সেলিম সিকদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলমগীর মৃধা বলেন, আসন্ন ঈদ উপলক্ষে দরিদ্র ও কর্মহীনদের নগদ অর্থের প্রয়োজন রয়েছে। এর আগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগী বিতরণ করলেও এবার তিনি নগদ অর্থ দিয়েছেন।
Leave a Reply