1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে করোনা ও বন্যা পরিস্থিতি - mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে সুরে সুরে দর্শক মাতালেন সুর সম্রাট মশিউর রহমান মির্জাপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর প্রশাসক মির্জাপুরে আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর গজব পড়েছে আ.লীগের উপর: সাবেক এমপি কালাম মির্জাপুরে স্কাউটস নির্বাচনে ভোটে সহিনুর, ফরহাদ ও সেলিম বিজয়ী মির্জাপুরে ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন মির্জাপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা মির্জাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন ইউএনও মির্জাপুরে আ.লীগের উন্নয়ন কাজের ফলক ভাঙার চেষ্টায় গণপিটুনি মির্জাপুরে আধিপত্য কেন্দ্রিক হামলা-পাল্টা হামলায় আতঙ্ক

মির্জাপুরে করোনা ও বন্যা পরিস্থিতি

  • আপডেট টাইম : Sunday, August 9, 2020
  • 1272 বার

মোঃ ওয়াকিল আহমেদ
২০২০ সালে বিশ্বব্যাপী একটি আতংকের নাম নভেল করোনা ভাইরাস। শুরুটা এশিয়ার অন্যতম দেশ চীনে হলেও ধীরে ধীরে এর বিস্তার ঘটে গোটা বিশ্বে জীবননাশী এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পায়নি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো, তার ব্যতিক্রম ঘটেনি টাঙ্গাইল জেলার অন্যতম মির্জাপুর উপজেলাতেও। বাংলাদেশে করোনা সংক্রমনের সূচনালগ্ন থেকেই মির্জাপুরের স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। মার্চের শেষ নাগাদ শুরু হয় জীবানুনাশক দ্রবন ছিটানো এবং মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ চালিয়ে যান সেচ্ছাসেবী সংগঠনগুলো। তবে, এতোসব আয়োজনকে পেছনে ফেলে ৮ ই এপ্রিল মির্জাপুরের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। এরপর থেকে শুরু হয় লাগামহীন সংক্রমন, জনমনে বাড়তে থাকে আতংক। সর্বশেষ তথ্যমতে মির্জাপুর উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭৬ জন, মৃত্যুবরন করেছেন ৬ জন, মির্জাপুরের অর্ধশতাধিক এর উপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই সুস্থ হয়ে উঠেছেন। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে ১১ই জুন থেকে ২রা জুলাই পর্যন্ত আনুষ্ঠানিক লকডাউন পালন করেন মির্জাপুরবাসী। এসময় জনসমাগম বয়কট করা এবং সীমিত সময়ের জন্য হাট বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এসময় প্রশাসনের কড়া নজরদারি রাখা হয় পুরো এলাকা। এর ফলশ্রæতিতে ধীরে ধীরে কমে আসে সংক্রমণের সংখ্যা, কিছুুটা স্বস্তি মেলে জনমনে। এই ক্রান্তিলগ্নে মির্জাপুরবাসীর পাশে থেকে সচেতনতা বৃদ্ধি এবং কর্মহীন মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ সহ সর্বাতœক সহায়তা প্রদান করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন। এর পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আবুল কালাম আজাদ লিটন, সাধারন সম্পাদক মীর শরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনসহ অনেকেই এ সময় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। আশার কথা এই যে, সকলের সর্বাতœক প্রচেষ্টায় মির্জাপুর উপজেলায় নীরবঘাতক নভেল করোনা ভাইরাস এর সংক্রমণ বর্তমানে কিছুটা কমেছে, তবে জনমনে রয়ে গেছে নানা রকম সঙ্কা – উৎকন্ঠা।
জীবননাশী করোনা ভাইরাসের সংক্রমণে যখন গোটা দেশ হিমসিম খাচ্ছে। এমন সময় প্রকৃতির আরেকটি নিষ্ঠুররুপ দেখে দেশবাসী। নদী মাতৃক দেশ বাংলাদেশে, বর্ষাকালে কানায় কানায় পানিতে পূর্ণ হয়ে উঠে, তবে এবছর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধির ফলে চারিদিকে সৃষ্টি হয় জলবদ্ধতার, এ যেন বাংলা প্রবাদ “মরার উপর খারার ঘা” এর জলজ্যান্ত উদাহরণ। বংশাই – লৌহজং নদী বেষ্টিত উপজেলা মির্জাপুরে বন্যার ভয়াবহতা চরম আকার ধারণ করে। উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে ও ১টি পৌরসভা পানির নীচে তলিয়ে যায়। ফলে বন্যার পানি বৃদ্ধি পেযে স্থানীয়দের বসত বাড়ির ভেতর ঢুকে পরে, ডুবে যায় রাস্তা – ঘাট, বাজার, বিদ্যালয় প্রাঙ্গন, কুমুদিনী হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। অতিরিক্ত পানি প্রবাহের ফলে মহেড়ার একটি ব্রীজ ভেঙ্গে পরে, এতে করে চরম দূর্ভোগে পরেন এলাকাবাসী। বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৩ জন ছাত্রের মৃত্যু হয়েছে। বন্যার কারনে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে অনেক মানুষ চিকিৎসা ব্যবস্থা হয়ে পরেছে নাযেহাল । বন্যাদূর্গতদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। করোনা থেকে বন্যা সব ধরনের দূর্যোগকে পেছনে ফেলে, একতার সাথে কাজ করে উজ্জল ভবিষ্যতের আশায় বুকবেঁধে আছেন মির্জাপুরবাসী। অতি শীঘ্রই এই দুঃসময় কাটিয়ে উঠার প্রতিশ্রæতি নিয়ে কাজ করছেন মির্জাপুরের সকল শ্রেনি পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com