মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল।
সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় মাদকের অভয়ারণ্য খ্যাত মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী পূর্ব পাড়া (সওদাগর পাড়া) এলাকায় আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেয়া হয়। আদালত পরিচালনাকালে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম, পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন (পিপিএম)সহ মির্জাপুর থানার একাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে গোড়াইল মৃধাপাড়া গ্রামের চান মিয়ার ছেলে রুবেল মিয়া, মধ্যপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে আবু বক্কর, একই এলাকার ফজলুল হকের ছেলে শরীফ মিয়া, পুষ্টকামুরী পূর্বপাড়া (সওদাগর পাড়া) গ্রামের ইয়াকুব আলীর ছেলে নাসির, পুষ্টকামুরী গ্রামের আব্বাস আলীর ছেলে শিপন মিয়াকে এক বছর করে কারাদন্ড, একই এলাকার মৃত জলিল মিয়ার ছেলে জুলহাস মিয়া , লুতফর ও রবিকে নয় (০৯) মাস করে, বেকু মিয়ার ছেলে জীবন মিয়া, মৃত জহের আলীর ছেলে লিটন মিয়াকে দুই মাস করে, ফারুক মিয়াকে ৪ মাস এবং পুষ্টকামুরী পূর্বপাড়া (সওদাগর পাড়া) এলাকার সরব আলী ফকিরের ছেলে রবিউল মিয়াকে সর্বোচ্চ ১ বছর ৬ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে। সরব আলী ফকির ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে এবং তার ছেলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতি মামলার আসামী হওয়ার বিষয়টি সংশ্লিষ্টসূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, পুলিশের পূর্ণ সহায়তায় এক সঙ্গে এতোজন মাদকসেবীকে শাস্তির আওতায় আনা গেছে। আটককৃতদের দুই মাস থেকে সর্বোচ্চ ১ বছর ৬ মাস পর্যন্ত কারাদন্ড প্রদান করা হয়েছে উল্লেখ করে মির্জাপুরকে মাদকমুক্ত করতে ভবিষ্যতে এধরনের অভিযান আরো বেগবান করা হবে বলে তিনি জানান।