মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ই এপ্রিল) মির্জাপুর রেল ক্রসিং জামে মসজিদ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবদুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৬, টাঙ্গাইল-০৭ ( মির্জাপুর) আসনের সাবেক এম.পি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
তবে ব্যানারে বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী মিঞা’র নাম থাকলেও অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ইফতার মাহফিলের বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি, দাওয়াত পর্যন্ত দেয়নি। দলে গ্রুপিংয়ের বিষয়টি তিনি স্পষ্ট করে না বললেও এই সময় দলে ঐক্যের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। কিন্তু তার এই মন্তব্যকে অসত্য বলে দাবি করেন মির্জাপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম মহসীন। তিনি বলেন, তাকে ( হযরত আলী মিঞা) আমিসহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ অনুষ্ঠানে থাকতে বলেছেন ও তার সাথে অনুষ্ঠানের বিষয়ে আলোচনাও হয়েছে।
মির্জাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা, পৌর বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।