জাহাঙ্গীর হোসেন :
টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোড়াই রনার চালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিম উদ্দিন (৩৮) শেরপুরের সোনাকান্দা এলাকার মৃত জবেদ আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে মির্জাপুরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো।
Leave a Reply