মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী ব্যাংক মির্জাপুর শাখার আয়োজনে গতকাল ১৩ এপ্রিল বুধবার বিকেলে সার্বজনিন কল্যাণে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক ময়মনসিংহ হেড অব জোন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বসির আহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, বিশেষ অতিথি মির্জাপুর থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ ফরিদ হোসাইন, মির্জাপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফী, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলম চাঁদ। স্বাগত বক্তব্য রাখেন মির্জাপুর শাখার প্রধান ও এফএভিপি মোঃ মঞ্জুরোল মোর্শেদ।
পবিত্র কোরআন তেলওয়াত করেন মির্জাপুর শাখার অফিসার হাফেজ মোঃ শহিদুল্লাহ মিয়া। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মির্জাপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফী।