মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে করোনাকালীন সময় ও কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে অপরিসীম ভূমিকা পালনের জন্য ইজাজুল হককে এ সম্মাননা প্রদান করা হয়। তিনি মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ই.পি.আই) হিসেবে কর্মরত আছেন। করোনাকালীন সময় ও কোভিড-১৯ টিকাদানে বিশেষ অবদান রাখায় তাকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরিদুল ইসলাম তার হাতে স্মারক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ লিটন চন্দ্র সাহা, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, নার্স, এসএসিএমও, স্বাস্থ্য পরিদর্শক ও অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।